রসায়ন থেকে আরো প্রশ্ন

Show Important Question


221) কস্টিক পটাশ হল:
A) পটাশিয়াম ক্লোরাইড
B) পটাশিয়াম নাইট্রেট
C) পটাশিয়াম সালফেট
D) পটাশিয়াম হাইড্রক্সাইড

222) অ্যান্টিমনি মৌলের চিহ্ন কি
A) At
B) Am
C) Sb
D) As

223) হিমমিশ্রণে বরফ ও লবণের অনুপাত কত?
A) 2:1
B) 1:2
C) 3:1
D) 1:3

224) একটি গ্যাসীয় বিজারক পদার্থ হল
A) H2
B) CO2
C) H2S
D) NO2

225) কপার সালফেট এর জলীয় দ্রবণ:
A) নীল লিটমাসকে লাল করে
B) লাল এবং নীল লিটমাস উভয় কে প্রভাবিত করে
C) লাল লিটমাসকে নীল করে
D) লিটমাস কে প্রভাবিত করে না

226) লেড নাইট্রেট এর জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পাওয়া যায় তার বর্ণ হলো কি?
A) সাদা
B) খয়েরি
C) সবুজ
D) কালো

227) নিষ্ক্রিয় গ্যাস গুলি সাধারণত জলে--
A) আংশিক দ্রবণীয়
B) অদ্রবণীয়
C) দ্রবণীয়
D) কোনোটিই নয়

228) কোন্ গ্যাসটি শীতক হিসেবে ব্যবহূত হয়?
A) SO2
B) NO2
C) H2
D) O2

229) সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি?
A) হিলিয়াম
B) নিয়ন
C) আর্গন
D) ক্রিপটন

230) ওয়েল্ডিং করতে ব্যবহৃত হয় মিথাইল ও ------------ এর মিশ্রণ
A) কার্বন ডাই অক্সাইড
B) বায়ু
C) অক্সিজেন
D) মিথানল

231) নীচের কোন্ গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহূত হয়?
A) অক্সিজেন
B) ওজোন
C) মিথেন
D) ফ্লুরিন

232) “ল্যাটিস শক্তি” কার দেখা যায় ?
A) পোলার দ্রাবের দ্রবণের
B) পোলার দ্রাবক এর
C) পোলার যৌগের
D) সবগুলির

233) পাওয়ার অ্যালকোহল হল--------
A) পানীয়
B) মোটর গাড়ির জ্বালানি
C) তরল সাবান
D) ভিনিগার

234) ওয়াটার গ্যাস নিম্নের কিসের মিশ্রণ--
A) CO ও N2
B) CO ও O2
C) CO ও H2
D) কোনোটিই নয়

235) কোন যৌগটি তড়িৎযোজী ও সমযোজী বন্ধন ধারণ করে?
A) CH4
B) H2
C) KCN
D) NaCl

236) ক্যাথোড রে আসলে কি?
A) আলফা কণার স্রোত
B) ইলেকট্রন করার স্রোত
C) তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
D) বিকৃত রুচি সমূহ

237) একটি ক্ষারীয় দ্রবণের 'PH' সর্বদা কত ?
A) 7
B) 2 ও 3 এর মধ্যে
C) 7-এর কম
D) 7 এর বেশি

238) নীচের কোনটি পলিমার নয়?
A) রবার
B) সেলুলোজ
C) ফ্ৰকটোজ
D) প্রোটিন

239) পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড কি হিসেবে ব্যবহৃত হয়
A) জারক পদার্থ
B) বিজারক পদার্থ
C) অনুঘটক
D) উদ্দীপক পদার্থ

240) রেফ্রিজেরেটরে হিমায়করূপে ব্যবহার হয়—
A) টেফলন
B) ফ্রিয়ন
C) সোডন
D) আর্গন